নিপা আহমেদ রিয়েলি
চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। ২০২১ সালে অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তাকে দেখা গেছে ‘ক্যাসিনো’ শিরোনামের আরও একটি সিনেমায়। বর্তমানে তিনি ‘খোদা হাফেজ’ শিরোনামের একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। ঈদুল ফিতরের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে এ সিনেমাটি। এই সিনেমায় রিয়েলি একেবারেই সাদামাটা একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির শুটিং পুরোপুরি শেষ।
শুধু একটি গানের কাজ বাকি আছে বলে জানান তিনি। অনিক বিশ্বাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন সাঞ্জু জন আর নবাগত দিদার। রিয়েলি আগের দুই সিনেমায় বোল্ড লুকে দর্শকের সামনে ধরা দিয়েছেন। বোল্ড লুকে তিনি দর্শকের প্রশংসাও কুড়ান। কিন্তু এবার আর সেভাবে পর্দায় তাকে দেখা যাবে না। কিন্তু কেন? এরমধ্যে ‘খোদা হাফেজ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। টিজারে একেবারেই সাদামাটা একটা মেয়ের চরিত্রে দেখা গেছে নায়িকাকে। তিনি বলেন, টিজারে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। দর্শক বলেছে, আমাকে তারা নতুনভাবে দেখতে পাচ্ছে।
আসলেই তাই, এর আগে আমার যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে (‘মেকাপ’ আর ‘ক্যাসিনো’) তাতে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছি। তবে এখানে তার বিপরীত। তিনি আরও বলেন, ‘আমি একজন পুরোপুরি অভিনেত্রী হতে চাই। আগের দুই সিনেমায় দর্শক যেভাবে দেখেছেন এখানে সেভাবে দেখবে না। চরিত্রে ভিন্নতা আছে। এখানে কোনো বোল্ডরূপে পর্দায় আসব না। সত্যি বলতে, ‘অভিনয়ের মধ্য দিয়ে আমি দর্শকের কাছাকাছি থাকতে চাই।’
সিনেমার পর্দার মতো অফস্ক্রিনেও রিয়েলি গর্জিয়াস থাকেন। তার ভাষ্য, আমি মনে করি, একজন সিনেমার নায়িকা যদি অন্য সাধারণ মেয়ের চেয়ে একটু আলাদা না হয় তাহলে দর্শক কেন তাকে দেখবে। আমি সবসময় চেষ্টা করি নিজেকে নতুন নতুন ফ্যাশনে রাখতে। শুরুর দিকে অনেকেই ভাবত আমি ইন্ডিয়ান কোনো নায়িকা। তবে আমার সিনেমা মুক্তির পর সবার ভুল ভেঙে যায়।’
সিনেমার বাইরে কি রিয়েলি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন? তিনি বলেন, ‘এখন ওটিটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। ওটিটির জন্য ‘নেটওয়ার্ক’ নামের একটি কাজ করেছি। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। সিনেমার আদলেই এটির শুটিং হয়েছে। এই সিরিজে আমাকে অ্যাকশন লেডি হিসেবে দেখতে পাবেন দর্শক।