
শ্রাবণী সায়ন্তনী
শুধু ‘চোখ’ নিয়ে বাংলাদেশে এর আগে অনেক গানের সৃষ্টি হয়েছে। যেমন ‘চোখ যে মনের কথা বলে’, ‘চোখেতে চোখ রেখে দিল কে চিনে নাও’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’,‘এই চোখ এই বুক ছেড়ে’, ‘চোখে চোখ রেখে যাও’,‘চোখে চোখে চোখ রেখে জাদু করেছো তুমি’সহ ইত্যাদি শ্রোতাপ্রিয় গান সৃষ্টি হয়েছে বাংলাদেশী গানপ্রেমী শ্রোতা-দর্শকের জন্য। এবার সেই ধারাবাহিকতায় ‘চোখ’ শিরোনামে আরও একটি গানের সৃষ্টি হলো।
এবারের ‘চোখ’ শিরোনামের গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাইম এবং সংগীতায়োজন করেছেন রিজওয়ান শেখ। এরই মধ্যে গেল ৩১ আগস্ট গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি গেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী, যিনি বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন। গানটি প্রকাশের পর থেকে তিনি ‘চোখ’ শিরোনামের গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন মুঠেফোনে।
শ্রাবণী সায়ন্তনী বলেন, চোখ গানটি প্রকাশের জন্য বেশকিছুদিন যাবতই অপেক্ষা করছিলাম। কারণ গানের কথা এবং সুর আমার ভীষণ ভালো লেগেছিল। গানটি গাওয়ার পর মিউজিক ভিডিও শেষে আমি বিশ^ভারতী চলে আসি। এর পর থেকে দেশের পরিস্থিতি সব মিলিয়ে স্বাভাবিক হতে সময় লাগছিল। যে কারণে গান প্রকাশও পিছিয়ে যাচ্ছিল। অবশেষে গানটি প্রকাশ পেল। আমার খুব কাছের যারা তারা গানটি শুনে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন।
গানের কথার সঙ্গে সামঞ্জস্য চমৎকার সুরেরও প্রশংসা করেছেন তারা। যে কারণে আমিও গানটি নিয়ে খুউব আশাবাদী। হয়তো দিন যাবে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালোলাগা বাড়বে। শ্রাবণীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত গান ছিল ‘তোকেই শুধু চাই’। এতে তার সহশিল্পী ছিলেন আকাশ মাহমুদ। গানটি লিখেছেন আল আমি জোয়ারদার সবুজ ও আশিক মাহমুদ। সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। শ্রাবণী সায়ন্তনীর ভাষ্যমতে, এই গানটি তার এ যাবতকাল গাওয়া সকল গানের অন্যতম প্রিয় একটি গান।