ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থীদের পক্ষে কী লিখলেন তাহসান?

প্রকাশিত: ১২:৫৯, ১ আগস্ট ২০২৪; আপডেট: ১৩:০১, ১ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের পক্ষে কী লিখলেন তাহসান?

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান

দেশের চলমান পরিস্থিতিতে থেমে নেই শোবিজ অঙ্গনও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানও এই সারিতে যোগ দিলেন।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তাহসান। জানান নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান।

তাহসানের পোস্ট করা সেই কবিতাটি হবহু তুলে ধরা হল-শেষে হ্যাশট্যাগ দিয়ে তাহসান লেখেন #SaveBangladeshiStudents
 তবে প্রিয় গায়কের পোস্টটি শেয়ার করার পর পরই নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাকে। কেউ কেউ বলছেন, সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান; যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা। অথচ এমন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সাড়া দেয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।

একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘সিরিয়াসলি ম্যান? এখন ঘুম ভাঙছে? আপনি আইডল ছিলেন আমার! আমার আইডল এখন রাফি, মুগ্ধ, আবু সাঈদ।’
 
অন্য একজন লিখেছেন, ‘পরাজিত কবি চাই না, বিদ্রোহী কবি চাই, এতদিন পর আপনার খবর হলো? জাগলে ভালোমতো জাগেন, নয়তো ঘুমিয়েই থাকেন।’
 

তাসমিম

×