
.
লোক নাট্যদলের সাড়া জাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা মৈমনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’ ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করছে। রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘সোনাই মাধব’ নাটকের ২০০তম মঞ্চায়ন হবে আজ শনিবার সন্ধ্যা ৭টায়। নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয়শিল্পী প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে এ আয়োজন। এমনটাই জানান দলের প্রচার ও গণসংযোগ সম্পাদক এসএম আজাদ রহমান।
জাহিদুর রহমান পিপলু লোক নাট্যদলের অন্যতম প্রধান কাণ্ডারি ও ‘সোনাই মাধব’ নাটকের গ্রন্থিক, বাঘরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করতেন, যিনি২০২৩ সালের ১৮ নভেম্বর ইন্তেকাল করেন। অন্যদিকে, আসলাম শিহিরও দলের অন্যতম জ্যেষ্ঠ সদস্য ছিলেন, যিনি দীর্ঘ সময় পর্যন্ত ‘সোনাই মাধব’ নাটকের মাধব চরিত্রে অভিনয় করেছেন। তিনিও এ বছরের ৩০ জানুয়ারি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। লোক নাট্যদল ‘সোনাই মাধব’ প্রযোজনায় এ দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও পদাবলী কীর্তনের সংমিশ্রণে একটি নিরীক্ষাধর্মী আঙ্গিকের প্রয়োগ করেছে, যা আমাদের লোকজ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। বাংলা লোক সংস্কৃতি ও প্রচলিত কথ্য সাহিত্যকে উপজীব্য করে গানে গানে উপস্থাপিত হয়েছে নাটকটি। ‘সোনাই মাধব’-এর গানগুলোর সুর করেছেন দীনেদ্র চৌধুরী এবং সংগীতায়োজন করেছেন মোস্তফা আনোয়ার স্বপন, সমন্বয় করেছেন অভিজিৎ চৌধুরী।
নাটকের বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান রতন, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মিনহাজুল হুদা দীপ, মোজাম্মেল হক পাপন, আবদুল আউয়াল, সাদেকুল ইসলাম, সুধাংশু নাথ, মোজাক্কির আলম রাফান, তনয় মজুমদার, সোহেল মাসুদ, তানভীর রাজিব প্রমুখ।