জিন্নাহ খান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশ হলো নতুন গান। ‘কাজী নজরুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জিন্নাহ খান। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনুরূপ আইচ। জেড মিউজিক আর্টের ব্যানারে প্রকাশ হয়েছে এ গান। শিল্পী জিন্নাহ খান বলেন, আমার জানা মতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ট্রিবিউট করে কোনো মৌলিক গান হয়নি।
আমার সুদীর্ঘ গানের ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি এমন একটি গানের শিল্পী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এ গান বাণিজ্যিক গান নয়। এ গান ইতিহাসে ঠাঁই পাবার গান।
অনুরূপ আইচ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি পৃথক দুটি গান রচনা ও সুর করে রেখেছি অনেক আগে। কিন্তু এ গান কাকে দিয়ে করাব তা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। সবার সঙ্গে ব্যাপারটা শেয়ার করতেও পারছিলাম না।