কণ্ঠশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়।
কণ্ঠশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়, সারা জীবন যে কাজটি করতে সাহস করেননি, কিন্তু ৫০-এ এসে সেই কাজটি করলেন। অন্তর্বাস পরে ছবি প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।
নিজের অন্তর্বাস পরা ছবি প্রকাশ করে পরমা লিখেছেন, আমাদের বেড়ে ওঠার দিনগুলিতে শাড়ির ব্লাউজ বা স্লিভলেস টপের অংশ থেকে ‘ব্রা’র স্ট্র্যাপ উঁকি দিলেই শুরু হতো নিন্দে মন্দ। বাড়ির বয়স্ক কাকিমা, মাসি বা হয়তো কোনো দিদি আপনার কাছে ছুটে আসবে এবং খানিক গোপনীয়তা বজায় রাখার ভঙ্গিমাতে আলতো করেই সেই অন্তর্বাস ঢুকিয়ে দেবেন।অন্তর্বাস প্রদর্শন লজ্জার কিছু নয় বলে মনে করে পরমা জানান, আগেকার দিনে অন্তর্বাসের রঙ সীমাবদ্ধ ছিল সাদা, কালো অথবা ঘিয়েতে। তবে নতুন প্রজন্ম যেভাবে অন্তর্বাসকে আর একটি পোশাকের তকমা দিয়েছেন, তাতে তিনি খুশী। আর সেই খুশী থেকেই জন্ম নিয়েছে তার আত্মবিশ্বাস। এই গরমে তাই এমন পোশাক পরতে আর কোনো দ্বিধা নেই তার। ট্রলিংকে পাত্তা না দিয়ে, স্বামী ও দুই ছেলের সহায়তায় আজ তিনি অনেক বেশি সাহসী।
এম হাসান