ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

একই পথে হাঁটছেন দুই বোন

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

একই পথে হাঁটছেন  দুই বোন

মালাইকা চৌধুরী ও মেহজাবীন

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। প্রায় এক দশকের মতো ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন যিনি। নাটক কিংবা ওয়েবসিরিজে, মেহজাবীন কাজ করে যাচ্ছেন সমানতালে। এমনকি বিজ্ঞাপনের বাজারেও এই অভিনেত্রীর চাহিদা তুঙ্গে। এখন আর টেলিভিশন নাটকে দেখা যায় না মেহজাবীন চৌধুরীকে। বেছে বেছে কাজ করেন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। নাটকে নতুনদের সুযোগ করে দিতেই তার এমন সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছেন।

এবার বড় বোনের পথ ধরেই একই পথে হাঁটলেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। যেটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন চিত্রটি প্রকাশ করা হয়। সেটি ফেসবুকে শেয়ার করেন মেহজাবীন নিজেও। সেইসঙ্গে অভিনন্দন জানান ছোট বোনকে। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল। মেহজাবীনের ওই পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে। অনেকেই বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহজাবীনের মতোই। তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে চান বলেও জানিয়েছেন ভক্তরা।

মেহজাবীন বলেন, নাটকে মেয়েরা নিয়মিত আসলেও, ছেলেরা তেমন আসছে না। আমি মাঝেমধ্যে ভাবি, নতুন মেয়েরা আসছে, ছেলেরা আসছে না। নতুন পুরুষ অভিনয়শিল্পী কম আসছে। আমাদের তো নতুন অভিনেতাও দরকার। ওয়েবসিরিজ অরিজিনাল ফিল্ম নিয়েই ব্যস্ত আছেন মেহজাবীন। অনেকগুলো সিনেমা নিয়ে কথাবার্তা চলছে।

 

×