
লিয়াকত আলী লাকী
ভারতের কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে দর্শকের দরবার ২৯ বর্ষ পর্বে ‘জীবন কৃতী সম্মান’ প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে। ২১ জানুয়ারি, ২০২৪ সন্ধ্যায় কলকাতায় এ সম্মাননায় ভূষিত হয়েছে তিনি। এর আগে জীবন কৃতী সম্মানপ্রাপ্ত হন উপমহাদেশের খ্যাতিমান রতন থিয়াম ও বাউল সমাজ্ঞী পার্বতী বাউল।
ঋত্বিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকী বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ২০১৯ সালে একুশে পদক এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ-২০২০ লাভ করেন। বাংলা নাটককে তিনি আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশে নাটকের প্রকাশকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। পাশাপাশি শিশু নাটককে আন্তর্জাতিক ও দেশীয় পরিসরে ভিন্নমাত্রা প্রদান করার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সুখচর পঞ্চম লিয়াকত আলী লাকীকে তাদের জীবন কৃতী সম্মান প্রদান করেছে।