ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

প্রেক্ষাগৃহে একসঙ্গে তিন সিনেমা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১৯ জানুয়ারি ২০২৪

প্রেক্ষাগৃহে একসঙ্গে তিন সিনেমা

.

নতুন বছরের প্রথম দিকে একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন সিনেমা। এগুলো হচ্ছেকাগজের বউ’, ‘শেষ বাজিএবং ওপার বাংলারহুব্বা দেশের ছবিকাগজের বউনির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা। এতে অভিনয় করেছেন পরীমনি, ইমন, ডি তায়েবসহ অনেকে। সিনেমাটি ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করছেন নির্মাতা। অন্যদিকেশেষ বাজিসিনেমাটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মেহেদী হাসান। যদিও হলের তালিকা এখনো তারা প্রকাশ করেননি। এতে অভিনয় করেছে সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু প্রমুখ।

হুব্বাদেশে আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ৬৩ প্রেক্ষাগৃহে একযোগে চলছে সিনেমাটি। পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা নির্মাতা ব্রাত্য বসুর নির্মাণেহুব্বা নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। যদিও প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির  বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটছে এবার।

হুব্বাসিনেমা মুক্তির আগের দিন বৃহস্পতিবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। যেখানে ভারতীয় নির্মাতা ব্রাত্য বসু, অভিনেতা মোশাররফ করিমসহ সিনেমা সংশ্লিষ্টদের অনেকে উপস্থিত ছিলেন। হুব্বার প্রিমিয়ার শোতে দেশের গণমাধ্যম কর্মী থেকে শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখদেরও দেখা গেছে।হুব্বাদেখতে উপস্থিত হন তারকা দম্পতি অনন্ত জলিল আফিয়া নুসরাত বর্ষা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হুব্বা শ্যামলকে নিয়ে হুব্বা বানিয়েছেন ব্রাত্য বসু। নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। সিনেমাটি দেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।হুব্বাতে মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন- ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌস হাসানের প্রযোজনা সংস্থাফ্রেন্ডস কমিউনিকেশন

×