ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রেক্ষাগৃহে ‘আজব ছেলে’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১৭ নভেম্বর ২০২৩

প্রেক্ষাগৃহে ‘আজব ছেলে’

একটি দৃশ্যে তাহমিনা অথৈ ও তৌকীর আহমেদ

সরকারি অনুদান প্রাপ্তির পাঁচ বছর পর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল মানিক মানবিকের চলচ্চিত্রআজব ছেলে মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্পআজব ছেলেঅবলম্বনে নির্মিত হয়েছে এটি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়ার জন্য প্রতি বছর আর্থিক অনুদান দেয় সরকার। এই অনুদানের কিছু নিয়ম শর্ত রয়েছে। যেটার প্রধানতম হলো প্রথম চেক প্রাপ্তির নয় মাসের মধ্যে ছবি নির্মাণ শেষ করতে হবে। কিন্তু বরাবরই এই কাগুজে নিয়মের কার্যকারিতা অদৃশ্য। যেমন শুক্রবার মুক্তি পেয়েছে নতুন ছবিআজব ছেলে এটি ২০১৮ সালে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল। পাঁচ বছর পর অবশেষে ছবিটি এলো মুক্তির আলোয়। তাও আবার কেবল একটি প্রেক্ষাগৃহে। নির্মাতা মানিক মানবিক জানালেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় চলছে ছবিটি। দর্শকের আগ্রহ থাকলে দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বাড়তে পারে। ছবিটি নিয়ে নির্মাতা বলেছেন, গল্পটা বলতে চাই না। শুধু এটুকু বলি, এটা একটি মা ছেলের গল্প। ১৪ বছর বয়সী একটি ছেলে তার মায়ের একটা বিষয় অনুভব করার জন্য পুরোটা গল্পে হাঁটতে থাকে। নির্মাতার মতে, এই ধরনের ছবি সাধারণত হল পায় না। কেননা হল মালিকরা ধরে নেন, এসব ছবি দর্শক দেখে না। ফলে স্বল্প পরিসরে মুক্তি পেলেও বিভিন্ন উৎসবে ছবিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। যেমন আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছেআজব ছেলে

×