
কর্ণিয়া
জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আগামীকাল তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশে হচ্ছে ‘প্রেমে পাগল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। গানটিতে র্যাপ অংশ গেয়েছেন রিজান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। এতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইংক। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে কর্ণিয়া বলেন, আমি বরাবরই আগে গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। তার সঙ্গে চেষ্টা করি ভালো একটি মিউজিক ভিডিও করার জন্য। এখন ভিডিওর মাধ্যমে ইউটিউবে দর্শক-শ্রোতার কাছে সহজে পৌঁছানো যায়। এ গানটির কথা ও সুরের সঙ্গে চমৎকার চিত্রায়ন করা হয়েছে। যারা দেখবে তারা নিরাশ হবে না আশা করছি।