
,
বাংলাদেশের বরেণ্য সুর স্রষ্টা, সঙ্গীতশিল্পী (প্রয়াত) লাকি আখন্দের শেষ সুর করা গানটি গাইলেন সঙ্গীতশিল্পী রন্টি দাস। গানের শিরোনাম ‘আমি একা হলেই বুঝি’। গানের কথা লিখেছেন সেজান মাহমুদ, সঙ্গীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। লাকি আখন্দ তার মৃত্যুর আগে এই গানের সুর করেছিলেন। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, গানটি সবমিলিয়ে খুবই সুন্দর। সত্যি বলতে কী- লাকি স্যারের সুর মানেই অন্যকিছু। আমি গানটি গেয়েছি বলেই যে বলছি এমনটি নয়। স্যারের করা প্রতিটি গানের সুরই অন্যরকম। একটি গানের সুরের সঙ্গে আরেকটি গানের কোনই মিল নেই।
আমার পরম সৌভাগ্য যে স্যারের সুর করা গান আমি গাইতে পেরেছি, স্যারের সুর আমার কণ্ঠে ধারণ করতে পেরেছি। যারা লাকি স্যারকে ভালবাসেন, যারা তার সুরকে ভালবাসেন তাদের কাছে এই গান অন্যরকম ভাল লাগার সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও গানটি প্রকাশের অপেক্ষায় আছি। রন্টি জানান, চলতি সপ্তাহেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। গানের সব ধরনের কাজই শেষ। এদিকে পূজা উপলক্ষে জামাল হোসেনের লেখা ও উজ্জ্বল সিনহার সুর সঙ্গীতে ‘আপন হাতে’ শিরোনামের একটি গান প্রকাশ হতে যাচ্ছে। মিউজিক ভিডিও নির্মাণ করবেন সৈকত রেজা। আগামী ৩ অক্টোবর পূজা উপলক্ষে রন্টি দাস চট্টগ্রামে একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানালেন।