
.
সীমান্তবর্তী মানুষের জীবনচক্র নিয়ে ‘বর্ডার’ নামের সিনেমা নির্মাণ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। দুই দেশের সীমানা হলো বর্ডার। যে সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরুসহ নানা জিনিস। তেমনি আবার হয় মাদকসহ নানা দ্রব্যাদির চোরাচালান। এই চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বিভিন্ন গ্যাং। তাদের মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। এসব বিষয় অন্তর্ভুক্ত এ সিনেমায় জানালেন সৈকত নাসির। বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে সেই সিনেমার ফার্স্ট লুক। পোস্টারটি এরইমধ্যে নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। পোস্টার তো এলো, সিনেমা মুক্তি কবে ? এমনই প্রশ্ন সবার মনে। এ প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির গণমাধ্যমকে বলেছেন, পোস্টার প্রকাশের আগে সিনেমাটি সেন্সরে জমা দিয়েছি। আমরা সিনেমার মুক্তির তারিখও ভেবে রেখেছি। সেন্সর ছাড়পত্র পেলেই তারিখটা জানিয়ে দেব। এদিকে সিনেমার মুক্তিকে সামনে রেখে এরইমধ্যে প্রচারণা শুরু করেছে ‘বর্ডার’-এর সঙ্গে সংশ্লিষ্টরা। সিনেমার পোস্টার প্রকাশ তারই অংশ। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘বর্ডার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।