ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদ উৎসবে সব থেকে বেশি ব্যস্ত থাকেন টিভি নাটকের তারকারা

তিন কন্যার নাটক

এনআই বুলবুল

প্রকাশিত: ০১:২৯, ৭ জুলাই ২০২২; আপডেট: ১৩:১৪, ৭ জুলাই ২০২২

তিন কন্যার নাটক

সাফিয়া, মেহজাবিন, তানজিন তিশা

ঈদ উসবে সব থেকে বেশি ব্যস্ত থাকেন টিভি নাটকের তারকারাবর্তমানে ছোটপর্দায় তারকার সংখ্যাও অনেকপ্রতি ঈদে প্রায় চারশ নাটক নির্মাণ হয় টিভি চ্যানেল ও বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্যএসব নাটকে জনপ্রিয় শিল্পীদের বাইরে নতুনদেরও দেখা যায়তবে বর্তমানে টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে বেশ এগিয়ে আছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা ও সামিরা খান মাহিসহ আরও কয়েকজনঈদে একাধিক নাটকে দেখা যাবে এই তিন গ্ল্যামারকন্যাকে

ক্যারিয়ারের মাহির বয়স খুব বেশি নাতবু এরমধ্যে বেশকিছু নাটক দিয়ে দর্শকের প্রশংসা কুড়ান তিনিগেল ঈদেও তার কয়েকটি নাটক বেশ আলোচনায় আসেআসছে ঈদে তাকে ৯টির মতো নাটকে দেখা যাবে বলে জানানএরমধ্যে উল্ল্যেখযোগ্য নাটকগুলো হলো- মোস্তফা কামাল রাজের চিরকুমার সংঘ’, মাবরুর রশিদ বান্নার সাইড ক্যারেক্টরমানুষ টোকাই’, মাহমুদ মাহিনের মন বলে তুমি ফিরবেই’, ইমরাউল রাফাতের আমি বিয়ে করতে চাইরাফাত মজুমদার রিংকুর লগ ইন লগ আউটঈদের নাটকগুলো নিয়ে মাহির ভাষ্য, ক্যারিয়ারের এত অল্প সময়ে সবার এত ভালবাসা পাব ভাবিনিআমার ওপর সবাই যেমন আস্থা রেখেছেন তেমনি আমিও গল্প চরিত্র-বুঝেই কাজ করছিপ্রতিটি নাটকেই আমাকে নতুন নতুন চরিত্রে দর্শক দেখতে পাবেন

আমি প্রতিটি চরিত্রে প্রবেশ করে সেটি ডেলিভারি দিচ্ছিঈদে দর্শক যেমন নাটক প্রত্যাশা করেন আমার অভিনীত নাটকগুলোতে সেই আমেজ পাবে সবাইএদিকে তানজিন তিশা গত ঈদে যে নাটকগুলোতে অভিনয় করেছেন-দর্শকের ভাষ্যমতে তার গল্প নির্বাচন খুব ভাল ছিলসেসব নাটকে তিশার পারফর্মেন্স ছিল এক কথায় দুর্দান্তএই ধারাবাহিকতা বজায় রেখেই আসছে ঈদের জন্য বেশকিছু নাটকে অভিনয় করেছেনউল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছেÑ রুবেল হাসানের চিংকি পিংকি’, রাফাত মজুমদার রিংকুর রিক্সাগার্ল’, মিজানুর রহমান আরিয়ানের অদ্ভুত তো আপনি’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের আনএক্সপেক্টেড ম্যারিজ’, সঞ্জয় সমদ্দারের চলতি পথে’, মাহমুদ মাহিনের আক্রোশতানজিন তিশা বলেন, ঈদ এলেই যে অনেক অনেক নাটকে কাজ করতে হবে বিষয়টি এমন নয়গেলো ঈদে যে দুটি বিষয়ে আমি বেশি সাড়া পেয়েছি, প্রশংসিত হয়েছি তা হলো আমার গল্প নির্বাচন এবং পারফর্মেন্সএবার তাই আমি বেশি বেশি নাটকে কাজ করার চেয়ে কাজ কম হোক কিন্তু ভাল গল্পের নাটকে কাজ করছি

আমি একটু ভেবেচিন্তে ভাল গল্পের এবং গল্পে আমার চরিত্রের গুরুত্ব কেমন, অভিনয় করার মতো সুযোগটা কেমন তা ভেবেই কাজ করছিঅনেক কাজ দর্শককে উপহার দেয়ার চেয়ে আমি মনে করি ভাল গল্পের কাজ দর্শককে উপহার দেয়াটাই জরুরীকারণ দিনশেষে দর্শক ভাল গল্পের কাজটাই দেখতে চায়ছোটপর্দার কুইন বলা হয় মেহজাবিন চৌধুরীকেগেল রোজার ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছেএর মধ্যে প্রশংসিত হয়েছে ঘুণ’, ‘শেষ দেখা’, ‘চম্পা হাউজ’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’, ‘লাভ ভার্সেস ক্রাশ ২’, ‘২ বাই ২’, ‘ভেলকি’, ‘ম্যাটিনি শো’, ‘উড়ো প্রেমসহ বেশকিছু নাটকএবার ঈদেও তিনি একাধিক নাটক নিয়ে থাকছেনএরমধ্যে একটি হলো অনন্য ইমনের এ্যাম্বুলেন্স গার্লমনিরুল ইসলাম রুবেলের বিভ্রান্তি

×