
সংস্কৃতি ডেস্ক ॥ এসিড মামলায় বিচার শুরু হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার। রবিবার ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন। ২০১৯ সালে ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার বিরুদ্ধে তার সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন মামলা করেন। এসিড নিক্ষেপের মাধ্যমে সানজারিকে হত্যাচেষ্টা করা হয় বলে মামলা দায়ের করেন তিনি। সেদিন রাতে ২ জুন দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে দগ্ধ হন সানজারি। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়। এদিকে রবিবার রাষ্ট্রপক্ষে আইনজীবী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। আসামিপক্ষে অব্যাহতির আবেদন করেন মিলার আইনজীবী। শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক মিলার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ ? এ সময় মিলার নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জ গঠনের আদেশ দেন। পারভেজ সানজারির আইনজীবী ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে মিলার ও পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়। এরপর উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন।