ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর সন্ধান পাওয়া গেছে

প্রকাশিত: ০০:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর সন্ধান পাওয়া গেছে

অনলাইন রিপোর্টার ॥ নিখোঁজ হওয়ার ৪১ দিন পর সন্ধান মিলেছে অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি কলাবাগান থানায় আসেন। পরে থানা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে খবর দেন। এরপর দুপুরের দিকে বৈরাগীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে নিখোঁজ হয়ে তিনি কোথায় ছিলেন, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি পুলিশ। গত ৭ আগস্ট নিখোঁজ হন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় গত ১৭ সেপ্টেম্বর।
×