
সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশা বসুর বেবি বাম্প
সব জল্পনার অবসান ঘটিয়ে মা হওয়ার সুখবর দিলেন বিপাশা বসু। অনেক দিন ধরেই গুঞ্জন চললেও মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-কর্ণ দু’জনেই। আর এবার বেবি বাম্প প্রকাশ করে সবাইকে জানিয়ে দিলেন এ সুখবরের কথা।
প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। আর যত্ন সহকারে হাত দিয়ে আগলে হবু বাবা কর্ণ। এই মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এই অভিনেত্রী।
বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’
সোনম কপূর ও আলিয়া ভাটের তালিকায় যুক্ত হল আরও এক নাম। আর অপেক্ষা মাত্র কয়েক মাসের।
এমএইচ