ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টুকরো সংবাদ

-

প্রকাশিত: ২১:৪৭, ১০ আগস্ট ২০২২

টুকরো সংবাদ

ফজলুর রহমান বাবু

১ মিনিটের গানে

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুঅভিনয়ের বাইরে নিয়মিত গানও করছেন তিনিতার কণ্ঠে কয়েকটি গান বেশ জনপ্রিয়তাও পেয়েছেশুধু অডিও গানই নয়, সরকারী বিভিন্ন প্রচারণামূলক গানেও কণ্ঠ দিচ্ছেন বলে জানানতারই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারী কমিউনিটি সেন্টার ও পদ্মা সেতুকে নিয়ে প্রচারণামূলক ১ মিনিটের একটি গানে কণ্ঠ দিলেন এ অভিনেতা ও গায়কএটির কথা ও সুর করেছেন হাসান মতিউর রহমানতিনি বলেন, এক মিনিটের একটি গানে সব কথা তুলে ধরা একটু চ্যালেঞ্জের কাজতবুও চেষ্টা করেছি সুন্দরভাবে গানটির কাজ শেষ করতেখুব শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে গানটির প্রচার শুরু হবেফজলুর রহমান বাবুও গানটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন

 

অপেক্ষায় তিন সিনেমা

বিপাশা কবিরপ্রায় ৫০টার মতো সিনেমায় আইটেম গানে দেখা গেছে তাকেতবে আর আইটেম করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেনগত চার বছর ধরেই কোন আইটেম গান করছেন না জানান এ গ্ল্যামারকন্যানিজেকে নায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান তিনিবর্তমানে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি অপেক্ষায় আছেমুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর তালিকায় রয়েছে রেজা হাসমতের জেদি মেয়ে’, কালাম কায়সারের যার নয়নে যারে লাগে ভালএবং বাপ্পি খানের সোলমেট।  এদিকে গিভ এ্যান্ড টেকশিরোনামের আরও একটি সিনেমা আছে অভিনেত্রীরঅপূর্ব-রানা পরিচালিত এর চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদসাইকো থ্রিলারগল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটিএতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী

 

কানাডার টেলিভিশনে

কণ্ঠশিল্পী শাওন চৌধুরীওয়ার্ল্ড মাস্টারখেতাবে ভূষিত এই শিল্পী আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন শুদ্ধ ধারার সঙ্গীতশিল্পীসম্প্রতি তাকে দেখা গেছে কানাডার এন আর বি টেলিভিশন চ্যানেলেএতে অনুষ্ঠিত হলো তার বিশেষ লাইভ সঙ্গীতানুষ্ঠানকানাডার সময় রাত ১০টা ৩০ মি. হতে রাত ১২টা ৩০ মি. পর্যন্ত অনুষ্ঠিত দুই ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠানে তিনি বিভিন্ন ঘরানার সঙ্গীত পরিবেশন করেন যার মধ্যে ছিল রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, পুরনো দিনের গান, নজরুলসঙ্গীত, ফিল্ম সঙ, গজল ইত্যাদিএক অনুষ্ঠানে একজন শিল্পীর এত বিচিত্র ঘরানার সঙ্গীত পরিবেশন নিঃসন্দেহে একটি বিরল ঘটনাকণ্ঠশিল্পী তার বিরল সঙ্গীত প্রতিভার সুস্পষ্ট ছাপ রাখলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়েঅনুষ্ঠানটি দেশ বিদেশের অগণিত দর্শক-শ্রোতা উপভোগ করেছেনঅনুষ্ঠানে শিল্পী নিজের মৌলিক আধুনিক গানসহ উপমহাদেশের অনেক কিংবদন্তি শিল্পীর গান পরিবেশন করেনঅনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন আর্টিস্ট শ্যামল বসাক, পরিচালনা করেছেন স্বপ্না দাস এবং সঞ্চালনা করেন তাবাস্সুম প্রিয়াঙ্কা

×