
ছবি: দৈনিক জনকণ্ঠ।
জুলাই বিপ্লবের স্মরণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’। বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে, এবং সামনে শুরু হচ্ছে সেমিফাইনালের উত্তাপ।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে চারটি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। গ্রুপ 'এ' থেকে সেমিফাইনালে উঠেছে ব্যবস্থাপনা বিভাগ ও গণিত বিভাগ, অন্যদিকে গ্রুপ 'বি' থেকে জায়গা করে নিয়েছে সমাজকর্ম বিভাগ ও ফিশারিজ বিভাগ।
সেমিফাইনাল পর্বের সূচি অনুযায়ী, আগামী ২৭ জুলাই প্রথম সেমিফাইনালে ব্যবস্থাপনা বিভাগ মুখোমুখি হবে ফিশারিজ বিভাগের এবং ২৮ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে সমাজকর্ম বিভাগ খেলবে গণিত বিভাগের বিপক্ষে।
টুর্নামেন্টটি শুরু হয়েছিল গত ১৫ জুলাই, ব্যবস্থাপনা বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ হয় গণিত এবং ব্যবস্থাপনা বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে।
এ বিষয়ে ক্রীড়া দপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা নিশ্চিত করেছেন, “দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠেছে। খেলাগুলো সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”
ছাত্র-ছাত্রীদের মাঝে ফুটবল নিয়ে উন্মাদনা এবং এই আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মিরাজ খান