ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জাপানে পড়তে চান? স্কলারশিপ ও সুযোগ জানাতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জাপান এডুকেশন এক্সপো’

প্রকাশিত: ০০:২১, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৪, ২৫ জুলাই ২০২৫

জাপানে পড়তে চান? স্কলারশিপ ও সুযোগ জানাতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘জাপান এডুকেশন এক্সপো’

ছবি: সংগৃহীত।

উন্নত গবেষণার সুযোগ, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশ—এই সব মিলিয়ে জাপান এখন বিশ্বজুড়ে উচ্চশিক্ষার্থীদের জন্য অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। প্রতিবছর বিশ্বের হাজারো শিক্ষার্থীর মতো বাংলাদেশ থেকেও অনেকেই জাপানে উচ্চশিক্ষার লক্ষ্যে পা বাড়ান।

তবে অনেক শিক্ষার্থীর মাঝেই রয়েছে প্রয়োজনীয় তথ্যের অভাব। সে উদ্দেশ্যেই বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর ধানমন্ডির মাইন্ডস কনভেনশন সেন্টারে আয়োজিত হয় 'জাপান এডুকেশন এক্সপো'। এই আয়োজনটি করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার সাকুরা জাকা।

এক্সপোতে অংশ নেয় জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানতে পারেন স্কলারশিপ, পড়ালেখার খরচ, আবাসন, জব এক্সপেক্টেশন এবং স্টুডেন্ট ভিসার সুযোগ-সুবিধা সম্পর্কে।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের একজন বলেন, “আমি এসেছি জানতে কিভাবে জাপানে গিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে পারি। এইচএসসির পর কোথায় পড়বো, কেমন খরচ হবে, স্কলারশিপ পাবো কিনা—এসব জানতেই এখানে আসা।”

আরেকজন শিক্ষার্থী জানান, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করবো। খুঁজতে খুঁজতে দেখলাম জাপান অনেক ভালো অপশন—বিশেষ করে মেয়েদের জন্য নিরাপদ এবং সুযোগ-সুবিধাও ভালো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এসএম জহরুল ইসলাম। অতিথিদের ফুল ও সম্মাননা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সাকুরা জাকার একজন আয়োজক বলেন, “শুধু উচ্চশিক্ষা নয়, জাপানে যারা উন্নত জীবনের কথা ভাবছেন, তাদের জন্যও রয়েছে বিশাল সুযোগ। এখান থেকে সরাসরি জাপানিজদের মুখে এসব তথ্য জানাতে পেরে আমরা গর্বিত।”

নুসরাত

×