ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মীর মুগ্ধের অনুরোধে ‘অদম্য বাংলা’ ভাস্কর্যে কালো কাপড়

তানিম মল্লিক, কনট্রিবিউটিং রিপোর্টার, খুলনা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:১৯, ১৮ জুলাই ২০২৫

মীর মুগ্ধের অনুরোধে ‘অদম্য বাংলা’ ভাস্কর্যে কালো কাপড়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের আবেগঘন অনুরোধ স্মরণে ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের চোখ ও মুখে কালো কাপড় পরিয়ে দেন শিক্ষার্থীরা।আজ শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতীকী কর্মসূচি পালিত হয়।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ জুলাই এই ভাস্কর্যেই প্রথম কালো কাপড় জড়ানো হয়েছিল।সেদিন মৃত্যুর আগে নিজের ফেসবুক পোস্টে মীর মুগ্ধ লেখেন,“এই কালো কাপড় যেন কখনও না সরানো হয়… এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”

বৃহস্পতিবার শহীদের ভাই মীর স্নিগ্ধ সেই লেখার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনুরোধ জানান, “একদিনের জন্য হলেও কালো কাপড় যেন থাকে।”তারই প্রেক্ষিতে আজ আবারও অদম্য বাংলায় শ্রদ্ধার কালো কাপড় পরান শিক্ষার্থীরা।

আফরোজা

×