
ছবি: সংগৃহীত
২০২৪ সালে প্রযুক্তি পেশায় উচ্চ বেতনের চাকরির দিক থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এগিয়ে, যেখানে তাদের প্রযুক্তি গ্র্যাজুয়েটরা গড়ে বছরে ১,৬৭,১১১ ডলার আয় করেছে—যা বেসরকারি প্রতিষ্ঠানের গড় টেক গ্র্যাজুয়েটের চেয়ে ৪৫,০১৯ ডলার বেশি। কাছাকাছি অবস্থানে আছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যেখানকার গ্র্যাজুয়েটরা দশ বছর পর গড়ে বছরে ১,৬৫,৪৯৭ ডলার আয় করে।
স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক), ইয়েল ও ব্রাউন-সহ শীর্ষ ২০-এ থাকা কলেজগুলোর অনেকটাই ক্যালিফোর্নিয়া ও ম্যাসাচুসেটস-ভিত্তিক। হার্ভে মাড কলেজে প্রযুক্তি শিক্ষার্থীর হার সবচেয়ে বেশি—৩১ শতাংশ। তবে প্রযুক্তি খাতে নিয়োগ পরিস্থিতি প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে ২০২৪ সালে নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ ছিল মাত্র ৭ শতাংশ, যা মহামারির আগের তুলনায় ৫০ শতাংশ কম।
প্রযুক্তি খাতে উচ্চ আয়ের ক্যারিয়ার গঠনে এগিয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা এখনো বড় একটি বাড়তি সুবিধা দিলেও এআই-ভিত্তিক নিয়োগের চাহিদা বদলে দিচ্ছে চাকরির বাজারের ধরণ।
শিহাব