
ছবি: দৈনিক জনকণ্ঠ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধীন আইপিই ক্লাবের আয়োজনে ‘Efficiency Pioneers: Time Study Challenge’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় তিনি শিক্ষার্থীদের প্রেজেন্টশন পরিদর্শন করেন।আয়োজনের সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।"
আইপিই বিভাগের প্রধান প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে জানান,‘শিক্ষার্থীদের এই প্রেজেন্টেশনগুলো সংশ্লিষ্ট কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। কোম্পানীগুলো শিক্ষার্থীদের এই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করতে সক্ষম হবে।’
এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে জানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
আইপিই বিভাগের শিক্ষার্থীরা ১২ টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিটি গ্রুপ ২১, ২৩ ও ২৪ সিরিজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। যেখানে রয়েছে ছয় জন শিক্ষার্থী। তারা বাস্তবসম্মত একটি উৎপাদন লাইনের সমস্যা নির্ধারণ করে তার সমাধান ভিত্তিক প্রোটোটাইপ তৈরি করে উপস্থাপন করেন।
ফারুক