ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ডিগ্রি সিস্টেমে পার্থক্য কোথায়?

প্রকাশিত: ২৩:১৫, ৮ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৫, ৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ডিগ্রি সিস্টেমে পার্থক্য কোথায়?

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী ভারতীয় শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের চার দেশ—যুক্তরাষ্ট্র (USA), যুক্তরাজ্য (UK), কানাডা, এবং অস্ট্রেলিয়া। তবে এসব দেশের ডিগ্রি সিস্টেম, নামকরণ এবং কোর্সের সময়কাল একেবারেই আলাদা।

 

যুক্তরাষ্ট্র ও কানাডা: ৪ বছরের ডিগ্রি

USA ও কানাডায় সাধারণত BA (Bachelor of Arts), BS/BSc (Bachelor of Science) এবং BEng (Bachelor of Engineering) নামে স্নাতক ডিগ্রি দেওয়া হয়। সময়কাল সাধারণত ৪ বছর।
যুক্তরাষ্ট্রে প্রথম দুই বছর ‘জেনারেল এডুকেশন’ অর্থাৎ বিষয়ভিত্তিক নয়—ছাত্ররা সাহিত্য, গণিত, বিজ্ঞান, এমনকি সংগীত পড়তে পারেন, পরে মেজর বেছে নেন।

কানাডা কিছুটা ফ্লেক্সিবল—তিন বা চার বছরের ডিগ্রি প্রোগ্রাম পাওয়া যায়, যেমন জেনারেল ও অনার্স ট্র্যাক। এখানে ‘স্কিল-বেইজড ডিপ্লোমা’ও রয়েছে, যা চাকরির জন্য উপযোগী।

 

যুক্তরাজ্য: সরাসরি বিশেষায়িত শিক্ষার দিকে

UK-তে কোর্স সাধারণত ৩ বছর এবং ছাত্ররা শুরু থেকেই নির্দিষ্ট বিষয়ে (যেমন কম্পিউটার সায়েন্স বা ইকোনমিক্স) পড়াশোনা শুরু করেন। স্কটল্যান্ডে এটি ৪ বছরও হতে পারে।
এখানে BSc, BA, এবং BEng নামে ডিগ্রি প্রদান করা হয়। মাস্টার্স (MA/MSc) এক বছরের হয়ে থাকে এবং PhD হয় ৩–৪ বছরে।

 

অস্ট্রেলিয়া: UK স্টাইল, কিন্তু ফ্লেক্সিবল সময়কাল

অস্ট্রেলিয়ায় স্নাতক ডিগ্রি ৩ বছর, তবে চাইলে অনার্স ইয়ার করে একে ৪ বছরে উন্নীত করা যায়।
যাদের গবেষণায় আগ্রহ, তারা অনার্স ইয়ারের মাধ্যমে সরাসরি PhD-তে ঢুকতে পারেন। মাস্টার্স ১–২ বছর, PhD ৩–৪ বছরেই শেষ হয়।

 

ডিগ্রি সিস্টেম তুলনা চার্ট (সংক্ষেপে)

দেশডিগ্রির নামস্নাতক সময়কাল মাস্টার্স পিএইচডি

USABA/BS/BEng ৪ বছর ২ বছর ৪–৬ বছর

কানাডাBA/BSc ৩–৪ বছর ১–২ বছর ৪–৬ বছর

UK BA/BSc/BEng ৩ বছর (স্কটল্যান্ডে ৪) ১ বছর ৩–৪ বছর

অস্ট্রেলিয়াBA/BSc ৩–৪ বছর (অনার্সসহ) ১–২ বছর ৩–৪ বছর

 

বিজ্ঞান ও প্রকৌশলে ডিগ্রি নামের ভিন্নতা

এই দেশগুলোতে প্রযুক্তি, প্রকৌশল ও বিজ্ঞানে BSc ও BEng সাধারণত প্রচলিত নাম।
যেমন,

কম্পিউটার সায়েন্স / ফিজিক্স / ইকোনমিক্স = BSc

ইঞ্জিনিয়ারিং = BEng বা Bachelor of Applied Science (BASc)
ভারতীয় ‘BTech’ এখানে খুব কম ব্যবহৃত হয়।

 

কেন ডিগ্রি নাম ও সময় গুরুত্বপূর্ণ?

একটি ডিগ্রির নাম, সময়কাল এবং কাঠামো শুধু শেখার ধরন নয়, চাকরি, স্কলারশিপ, পিএইচডি ভর্তি বা ভিসা সুযোগেও প্রভাব ফেলে। তাই শুধু কোর্সের বিষয় নয়, পুরো সিস্টেম কীভাবে চলে তা বুঝে আবেদন করাই বুদ্ধিমানের কাজ।

আঁখি

×