
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবীরকে নতুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১১ (১০) ধারার অধিকার প্রাপ্ত ক্ষমতাবলে মাননীয় উপাচার্য বর্তমান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন। একইসাথে অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবীরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করা হলো।
বিধি মোতাবেক তিনি পদ সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এই অফিস আদেশ ৮ জুলাই ২০২৫ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে৷
আসিফ