ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রুয়েটে ‘যোগাযোগে দক্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:১৭, ৩০ জুলাই ২০২৫

রুয়েটে ‘যোগাযোগে দক্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “Mastering Communications: The Key to Personal and Professional Success” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ক্লাব।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়্যুম। তিনি বলেন, “যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, এটি হলো শ্রবণ, উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনেও দক্ষতা অর্জন জরুরি।”

সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিথিদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নুসরাত

আরো পড়ুন  

×