ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

জবিতে পঞ্চম ধাপে ভর্তির সংশোধিত তারিখ প্রকাশ

প্রকাশিত: ২১:২৫, ১৪ নভেম্বর ২০২৪

জবিতে পঞ্চম ধাপে ভর্তির সংশোধিত তারিখ প্রকাশ

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে পঞ্চম পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগসমূহের চতুর্থ পর্যায়ে বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সংশোধিত তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি ও সি ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের পঞ্চম পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগসমূহের চতুর্থ পর্যায়ে বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ নভেম্বর দুপুর ১২ টা হতে ২০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভাবে ভর্তি হতে হবে। 

পরবর্তীতে প্রাথমিক ভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর সকাল ৯ টা হতে বিকাল ৩ টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিস জমার প্রাপ্তিস্বীকার পিত্র (Acknowledgement Slip) প্রদর্শনপূর্বক এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিয়ে জমার রশিদ সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট: https://admission.jnu.ac.bd, www.jnu.ac.bd https://gstadmission.ac.bd

এসআর

×