ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ভুল চাহিদায় নিয়োগ বঞ্চিতদের প্রতিস্থাপন শিগগিরই

প্রকাশিত: ১৪:৩৬, ২০ জুন ২০২৪; আপডেট: ১৫:১৩, ২০ জুন ২০২৪

ভুল চাহিদায় নিয়োগ বঞ্চিতদের প্রতিস্থাপন শিগগিরই

ক্লাসে পড়াচ্ছেন শিক্ষক। ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তির আলোকে সুপারিশ পেয়েও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদায় নিয়োগবঞ্চিতদের শিগগিরই প্রতিস্থাপনের জন্য কাজ চলছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
 
তিনি জানান, ৪র্থ গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন, তাদের প্রতিস্থাপনের বিষয়ে আমাদের একটি সভা হয়েছে। দ্রুত এসব প্রার্থীদের নতুন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হবে। ঈদের ছুটির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
 
জানা যায়, ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদার কারণে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি অনেকে। নিয়োগবঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ বরাবর স্মারকলিপি জমা দেন।  
 
এনটিআরসিএ সূত্র জানায়, প্রতিস্থাপন হতে যাওয়া প্রার্থীদের নিজ জেলায় সুপারিশের চেষ্টা চলছে। তবে পদ ফাঁকা না থাকলে নিজ জেলার বাইরে তাদের সুপারিশ করা হবে। 

 এসআর

×