ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

প্রকাশিত: ১৯:৫৩, ৬ ডিসেম্বর ২০২৩

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

শিক্ষা ভবন

নতুন শিক্ষাক্রমের আলোকে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। যা আগামী শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। 

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান। এ বিষয়ে তিনি বলেন, প্রশিক্ষণে যারা অংশন নেবেন এমন শিক্ষকদের যাচাই-বাছাই শেষ হয়নি। একারণে প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

এদিকে বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা অফিস শিক্ষক প্রশিক্ষণ স্থগিতের বিষয়ে অফিস আদেশ জারি করেছে। এই চিঠিতে অনিবার্য কারণে প্রশিক্ষণ স্থগিত ও পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়।

জানতে চাইলে শিক্ষক প্রশিক্ষণের স্কিম পরিচালক মাহফুজ আলী জানান, নতুন শিক্ষাক্রমে ৪ লাখ ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদন এসেছে ৫ লাখের বেশি। কবে প্রশিক্ষণ শুরু করা হবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

 

 

কাজল//এস 

×