ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দেশের ৯১ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশাল সুখবর 

প্রকাশিত: ১৩:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৩

দেশের ৯১ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশাল সুখবর 

ফাইল ছবি।

দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে বলে জানা গেছে। বিশেষ বিবেচনায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। 

জানা গেছে, প্রতিষ্ঠান এমপিও নীতিমালার শর্ত পূরণ না করলেও সরকারের মন্ত্রী-এমপিদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় এমপিও দেয়া হচ্ছে। 

আরও পড়ুন :ডিএমপির সহকারী কমিশনার পদমর্যাদার ৩ জনকে বদলি

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, ৯১টি প্রতিষ্ঠানকে বিশেষভাবে এমপিওভুক্তির জন্য তালিকা করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেয়ার আগেই তালিকা করা হয়েছে। তবে অবশ্যই এমপিও নীতিমালা অনুযায়ী কমিটি যাচাই-বাছাই করে এ তালিকা চূড়ান্ত করেছে।

এমএম

×