ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান, অধ্যায় : দ্বিতীয় (উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন)

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

খাদিজা ফেরদৌস

প্রকাশিত: ০০:৩৯, ২২ নভেম্বর ২০২২

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

প্রাক্তন শিক্ষক
এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। উদ্ভিদ কোষের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক) নিউক্লিয় পর্দা    খ) প্লাজমা পর্দা
গ) কোষ ঝিল্লি    ঘ) কোষপ্রাচীর
উত্তর : ঘ) কোষপ্রাচীর
২। প্রোটোপ্লাজমে সাধারণত শতকরা কত ভাগ পানি থাকে?
ক) ৫০-৬০    খ) ১০-২০
গ) ৭০-৯৫    ঘ) ৬৭-৯০
উত্তর ঘ) ৬৭-৯০
৩। প্লাস্টিড কোথায় থাকে?
ক) কোষপ্রাচীরে    খ) সেন্ট্রিওলে
গ) সাইটোপ্লাজমে    ঘ) রাইবোজোমে
উত্তর : গ) সাইটোপ্লাজমে
৪। প্রাণীকোষের কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
ক) সেলুলোজ    খ) পেকটিন
গ) প্লাজমা পর্দা    ঘ) প্রোটিন
উত্তর : গ) প্লাজমা পর্দা
৫। কোষ গহ্বরে বিদ্যমান থাকে-
i) জৈব এসিড ও লবণ
ii) আমিষ ও শর্করা
iii) অজৈব এসিড ও ধাত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii
গ) ii ও iii    ঘ) i, ii ও iii
উত্তর : ক) i ও ii
৬। নিচের কোনটি বর্ণহীন প্লাস্টিড?
ক) ক্রোমোপ্লাস্টিড    খ) ক্লোরোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্টিড    ঘ) ক্রোমোপ্লাস্ট
উত্তর : গ) লিউকোপ্লাস্টিড
৭। ক্লোরোপ্লাস্ট কোন বর্ণের জন্য দায়ী?
ক) লাল    খ) সবুজ
গ) সাদা    ঘ) গোলাপি
উত্তর : খ) সবুজ
৮। ফুলের লাল রংয়ের জন্য দায়ী কোনটি?
ক) ক্রোমোপ্লাস্ট    খ) ক্লোরোপ্লাস্ট
গ) প্রোটোপ্লাস্ট    ঘ) লিউকোপ্লাস্ট
উত্তর : ক) ক্রোমোপ্লাস্ট
৯। লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
ক) ফলে    খ) বীজে
গ) মূলে    ঘ) ফুলে
উত্তর : গ) মূলে
১০। কোষ প্রাচীরের কাজ হলোÑ
র) শক্তি উৎপাদন করা
রর) কোষের সীমারেখা নির্দেশ করা
ররর) কোষের সজীব অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : গ) রর ও ররর
১১। ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে কী বলে?
ক) সেন্ট্রোসোম    খ) ক্রোমাটোজোম
গ) সাইটোপ্লাজম    ঘ) ক্রোমোজোম
উত্তর : ঘ) ক্রোমোজোম
১২। নিউক্লিয়াসের প্রকৃত গঠন অনুধাবনের দশাÑ
ক) প্রোফেজ    খ) অ্যানাফেজ
গ) মেটাফেস    ঘ) ইন্টারফেস
উত্তর : ঘ) ইন্টারফেস
১৩। অ্যাস্টার গঠন করে কোনটি?
ক) মাইটোকন্ড্রিয়া    খ) গলজি বডি
গ) সেন্ট্রিওল    ঘ) লাইসোজোম
উত্তর : গ) সেন্ট্রিওল
১৪। হরমোন ক্ষরণকারী অঙ্গাণুর নাম কী?
ক) মাইটোক-্রয়িা    খ) প্লাস্টিড
গ) গলজি বডি    ঘ) সেন্ট্রিওল
উত্তর : গ) গলজি বডি
১৫। ভাজক টিস্যুর অবস্থান হলোÑ
র) শাখা প্রশাখার শীর্ষে
রর) মূলের অগ্রভাগে
ররর) কা-ের কেন্দ্র চক্রে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : র ও রর
১৬। প্রাণিদেহে টিস্যু সাধারণত কয় ধরনের?
ক) ২    খ) ৩
গ) ৪    ঘ) ৫
উত্তর : গ) ৪
১৭। কোন কলায় আন্তঃকোষীয় ধাত্র থাকে না?
ক) পেশী    খ) আবরণী
গ) যোজক    ঘ) ¯œায়ু
উত্তর : খ) আবরণী
১৮। পাকস্থলি ও অন্ত্রের আবরণী টিস্যুর কাজ কী?
ক) পাচক রস সংরক্ষণ করা
খ) স্বাদ গ্রহণ করা
গ) পাচক রস নিঃসরণ করা    
ঘ) মিউকাস তৈরি করা
উত্তর : ক) পাচক রস সংরক্ষণ করা
১৯। পেশীর কাজ হলোÑ
র) দেহকে চলাচলে সাহায্য করা
রর) দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করা
ররর) দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর    খ) র ও ররর
গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর :
প্রশ্ন : প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। জীবদেহের গঠন অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো উদ্ভিদকোষ ও প্রাণীকোষ। এই দুই প্রকার কোষের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। উদ্ভিদ কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে ঢ হলো এমন একটি অঙ্গাণু যা উদ্ভিদের এক অনন্য বৈশিষ্ট্য।
ক) সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলে?
খ) ভাজক টিস্যুর কাজগুলো লেখো।
গ) দুই প্রকার কোষের পার্থক্যগুলো কী কী?
ঘ) ঢ দ্বারা যে অঙ্গাণুটিকে বুঝানো হয়েছে তার প্রকারভেদ এবং কাজ আলোচনা কর।
উত্তর : ক) সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে।
খ) ভাজকটিস্যুর কাজগুলো হলোÑ
র) টিস্যুর উৎপত্তি ঘটানো
রর) উদ্ভিদের দৈর্ঘ্যরে ও প্রস্থের বৃদ্ধি ঘটানো
ররর) ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করা।
গ) উদ্দীপকে বর্ণিত কোষ দুটি হলো উদ্ভিদকোষ ও প্রাণিকোষ। তাদের পার্থক্যগুলো নি¤œরূপ :
ঘ) উদ্দীপকে ঢ দ্বারা প্লাস্টিড অঙ্গাণুকে বোঝানো হয়েছে যা উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড শুধুমাত্র
উদ্ভিদ কোষে বিদ্যমান। নি¤েœ এর প্রকারভেদ ও কার্যাবলী আলোচনা করা হলো :
প্রকারভেদ : প্লাস্টিড প্রধানত: দুই প্রকার।
র) ক্রোমোপ্লাস্টিড এবং রর) লিকোপ্লাস্টিড
ক্রোমোপ্লাস্টিড : এগুলো বর্ণযুক্ত প্লাস্টিড। এদের মধ্যে আবরণী, স্ট্রোমো এবং গ্রানা এই তিনটি অংশ বিদ্যমান।
ক্রোমোপ্লাস্টিড দু ধরনের যেমন :
ক) ক্লোরোপ্লাস্ট : উদ্ভিদের সবুজ বর্ণের জন্য দায়ী
খ) ক্রোমোপ্লাস্ট : সবুজ ব্যতীত উদ্ভিদের অন্যান্য বর্ণের জন্য দায়ী
লিউকোপ্লাস্টিড : এগুলো বর্ণহীন প্লাস্টিড, উদ্ভিদের যে সমস্ত অঙ্গে আলো পৌঁছায় না, সেসব অঙ্গের কোষে এ ধরনের প্লাস্টিড থাকে। যেমন : উদ্ভিদের মূল।
প্লাস্টিড এর কাজ :
র) সবুজ বর্ণের প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে।
রর) ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র সৃষ্টি করে।
ররর) উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ে লিউকোপ্লাস্টিড মূখ্য ভূমিকা পালন করে।

×