বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১. কবি মাইকেল মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে সর্বদা কার কথা ভাবেন?
ক) মায়ের খ) স্বদেশের
গ) কপোতাক্ষ নদের ঘ) সনেটের
উত্তর: গ) কপোতাক্ষ নদের
২. কপোতাক্ষ নদের কোন দিকটি কবির কানকে জুড়িয়ে দেয়?
ক) সুস্বাদু পানি খ) প্রাকৃতিক সৌন্দর্য
গ) নদীর ব্যবহার ঘ) নদীর কলকল শব্দ
উত্তর: ঘ) নদীর কলকল শব্দ।
৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কোনটিকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন?
ক) কপোতাক্ষের পানি খ) সাগরের পানি
গ) জন্মভূমি ঘ) যে কোন নদীর পানি
উত্তর: ক) কপোতাক্ষের পানি
৪. ‘আর কি হবে দেখা’-এই পংক্তিতে কবি মনের কোনভাব প্রকাশ পেয়েছে?
ক) অসহায়ত্ব খ) অনিশ্চয়তা
গ) সংকোচ ঘ) বিরহ
উত্তর: খ) অনিশ্চয়তা
৫. কপোতাক্ষন নদ কবিতায় কবি সাগরকে কী রূপ কল্পনা করেছেন?
ক) সখা খ) রাজা
গ) প্রজা ঘ) পাঁচক
উত্তর: খ) রাজা
৬. চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: ক) দুই
৭. কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের ছন্দ মিল কোনটি?
ক) গ ঘ ঙ গ ঘ ঙ খ) গ, ঘ গ গ ঘ গ
গ) গ ঘ গ ঘ গ ঘ ঘ) গ ঘ ঘ গ ঘ ঘ গ
উত্তর: খ) গ ঘ গ গ ঘ গ
৮. চতুর্দশপদী কবিতার অষ্টকে কোনটি থাকে?
ক) ভাবের প্রবর্তনা খ) ভাবের ব্যাখ্যা
গ) ভাবের পরিণতি ঘ) উপসংহার
উত্তর: ক) ভাবের প্রবর্তনা
৯. কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতি কাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
ক) প্রকৃতি প্রীতি খ) শৈশব স্মৃতি
গ) নদীর প্রতি মমতা ঘ) দেশপ্রেম
উত্তর: ঘ. দেশপ্রেম
১০. কপোতাক্ষ নদী কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে-
র.স্মৃতিকাতরতা রর. স্বজাত্যবোধ
ররর. স্বদেশ প্রেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) র ও ররর
নিচের উদ্দীপকটি পড়। ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
পৌঢ়ত্বের কাছাকাছি এসে কর্মব্যস্ত সাহেদ সাহেব অবসর পেলে ফিরে যান তার কৈশরের ধুলো কাদামাখা
দিনগুলোতে। ছায়াছবির মতো ভেসে ওঠে তার দুরন্তপনা। ফিরে যেতে চান সেই সব দিনগুলোতে।
১১. উদ্দীপকের সাহেদ সাহেবের সাথে কপোতাক্ষ নদ কবিতার কবির মিলগত দিক কোনটি?
ক) প্রকৃতি প্রেম খ) স্মৃতিকাতরতা
গ) স্বদেশপ্রেম ঘ) বাল্যপ্রীতি
উত্তর: খ) স্মৃতিকাতরতা
১২। নিচের কোন পংক্তির সাথে উদ্দীপকের ভাবের মিল রয়েছে?
ক) দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে
খ) আর কি হবে দেখা?
গ) সতত তোমার কথা ভাবি এ বিরলে
ঘ) বহু দেশ দেখিয়াছি
উত্তর: গ) সতত তোমার কথা ভাবি এ বিরলে
১৩. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জসীম উদ্দীন
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১৪. সনেটের বৈশিষ্ট্য কী?
ক) চৌদ্দ চরণ চৌদ্দ মাত্রা
খ) আট চরণ চৌদ্দ মাত্রা
গ) আট চরণ আট মাত্রা
ঘ) ছয় চরণ ছয় মাত্রা
উত্তর: ক) চৌদ্দ চরণ চৌদ্দ মাত্রা
১৫. মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গের সঙ্গীত’- বলতে কী বুঝিয়েছেন?
ক) বাংলার ঐতিহ্যবাহী গান
খ) কবির সকল সাহিত্য কর্ম
গ) কপোতাক্ষের কুলকুল ধ্বনি
ঘ) কপোতাক্ষের পানি
উত্তর: ক) বাংলার ঐতিহ্যবাহী গান
১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
ক) দেশপ্রেম খ) প্রকৃতি প্রেম
গ) শৈশব স্মৃতি ঘ) নদীর প্রতি মমতা
উত্তর: ক) দেশপ্রেম
১৭. সনেটের গঠন প্রকৃতি ও চরনের মিল কোনটি?
ক) নির্দিষ্ট খ) অনির্দিষ্ট
গ) সুনির্দিষ্ট ঘ) অবিন্যস্ত
উত্তর : গ) সুনির্দিষ্ট
১৮. কপোতাক্ষ নদ কবিতায় কবি বঙ্গজনক বলতে কাকে বুঝিয়েছেন?
ক) কপোতাক্ষ নদকে
খ) বাংলা সাহিত্যকে
গ) বাংলাদেশের জনগণকে
ঘ) প্রবাসী বাঙালীকে
উত্তর: গ) বাংলাদেশের জনগণকে
১৯. একেই কি বলে সভ্যতা-মধুসূদনের কোন ধরনের রচনা?
ক) নাটক খ) প্রহসন
গ) উপন্যাস ঘ) প্রবন্ধ
উত্তর: খ) প্রহসন
২০. আর কি হবে দেখা? কবি কার সাথে দেখা হওয়ার বাসনা প্রকাশ করেছেন?
ক) মাতৃভূমি খ) বন্ধু-বান্ধব
গ) পিতা-মাতা ঘ) কপোতাক্ষ নদ
উত্তর: ঘ) কপোতাক্ষ নদ