সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, আলপনা, কার্ড, বর্ণিল সাজে-সজ্জিত হয় সবুজের ক্যাম্পাস চবি। উৎসব চলে ১৮ ও ১৯ নবেম্বর, নবীন-প্রবীণদের মিলনমেলা উৎসব অনলাইনে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ৪টি বিভাগ নিয়ে, তার মধ্যে ইংরেজী বিভাগ অন্যতম। ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ নেতৃত্বে সুবর্ণজয়ন্তী র্যালি ক্যাম্পাসের শহীদ মিনার, লাইব্রেরি চত্বর, সমাজবিজ্ঞান অনুষদ, নিরাপত্তা দফতর, আইন অনুষদসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালিতে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা টি-শার্ট, বাদ্যধ্বনি, ব্যানার, পোস্টার, ফেস্টুন, উৎসবটিকে উৎসবের সমারোহ রূপ দেয়। ইংরেজী বিভাগের ছাত্র শেখ রাশেদুজ্জামান শুভ বলেন, বিশ্ববিদ্যালয় বিভাগগুলোর মধ্যে ইংরেজী বিভাগের র্যালিটি সর্ব বৃহৎ। ইংরেজী বিভাগের সদ্য সাবেক ছাত্র আবুল হাছান বলেন আমার দেখা ক্যাম্পাসের সেরা র্যালি, এতে নবীন-প্রবীণদের সেতুবন্ধন তৈরি হয়েছে। ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ বলেন, এই উৎসবটি শিক্ষক ছাত্রছাত্রী মাঝে ভালবাসার সেতুবন্ধন তৈরি করল। বিভাগের বর্তমান ছাত্রছাত্রী উদ্যোগে বিভাগের সেমিনার হলের সামনে বিশেষ কনসার্টের আয়োজন করে এতে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা নেচে-গেয়ে, অনুভূতি প্রকাশ করে। র্যালিটি কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের মূল মঞ্চে শেষ হয়।
ক্যাম্পাস প্রতিবেদক