ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শোককে শক্তিতে রূপান্তরিত করতে নিজেদের মাঝে ঐক্য ধরে রাখতে হবে: জাবি উপাচার্য

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৫০, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫১, ১৬ জুলাই ২০২৫

শোককে শক্তিতে রূপান্তরিত করতে নিজেদের মাঝে ঐক্য ধরে রাখতে হবে: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘আজ ১৬ জুলাই শহীদ আবু সাঈদের পক্ষ থেকে আমাদের সকলকে জাগিয়ে তোলার পুনঃআহ্বান জানানোর দিন। নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন। এজন্য নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

বুধবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ এর নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

এসময় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে বেলা ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শোক ও সম্প্রীতি র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই উপাচার্য ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ হিসেবে উপাচার্যের বাসভবন থেকে চৌরঙ্গী পর্যন্ত সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন।

এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সানজানা

×