ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বাকৃবিতে নবারুণে নবান্ন উৎসব আগামীকাল

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৫৪, ৮ ডিসেম্বর ২০২৪

বাকৃবিতে নবারুণে নবান্ন উৎসব আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টিম উৎসবের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবারুণে নবান্ন ১৪৩১’। 

এটি আগামীকাল বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। 

রবিবার (৮ ডিসেম্বর) টিম উৎসবের সাংগঠনিক সম্পাদক রাফসান জানি এ তথ্য নিশ্চিত করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, "জুন মাসের ‘রোদ্দুর সমাচার’-এর সফল আয়োজনের পর এবার টিম উৎসব নিয়ে আসছে ‘নবারুণে নবান্ন ১৪৩১’। অনুষ্ঠানে থাকছে কৃষক র‍্যালি, ফটো এবং আর্ট এক্সিবিশন, সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ খেলা এবং ক্ষুদে চালের ভাতের বিশেষ আয়োজন।”

এবারের নবান্ন উৎসবে ‘ক্যামেরায় নবান্ন’ এবং ‘তুলিতে নবান্ন’ শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। গিফট স্পন্সর হিসেবে থাকছে আরবান ফারমার্স, ইউনিক কেনাকাটা, এভিওথিক আর্টিস্ট্রি এবং হাওয়াই মিঠাই। প্রিমিয়াম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এসিআই মটরস ও ওসমিয়াম।

সাংগঠনিক সম্পাদক রাফসান জানি বলেন, "টিম উৎসবের লক্ষ্যই হলো ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করা। নতুন ধানকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের নবান্ন উৎসবের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে।"

মেহেদী কাউসার

×