ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

প্রকাশিত: ১৪:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

জেএমআই।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬টি শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.৮০ টাকায়। 

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ২৪.৬৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২৩.২৯ শতাংশ, সোনালী আঁশের ১৯.৬০ শতাংশ, নর্দার্ণ জুটের ১৯.৪৮ শতাংশ, এমবি ফার্মার ১৯.২৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৭.৭১ শতাংশ, মুন্নু এগ্রোর ১৩.১৯ শতাংশ, বিডি থাই ফুডের ১২.৭৩ শতাংশ এবং এএমসিএলের (প্রাণ) শেয়ার দর ১২.৩৪ শতাংশ বেড়েছে।

এসআর

×