
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। বুধবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৬৯ লাখ ৭ হাজার ৬৫১টি শেয়ার ৯৫ বার হাত বদলের মাধ্যমে ৫০ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুনের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার বৃটিশ আমেরিকা ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের।