ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্দা বাজারেও রেসের ২০৭ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০১:০২, ১৬ আগস্ট ২০২২

মন্দা বাজারেও রেসের ২০৭ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের মন্দাবস্থাতেও দেশের দ্বিতীয় বৃহত্তম মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস এ্যাসেট ম্যানেজম্যান্টের ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা সর্বোচ্চ সংখ্যক ফান্ড পরিচালনা করা আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্টের থেকেও বেশি

রবিবার রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এই লভ্যাংশ ঘোষণা করেছেকরোনাপরবর্তী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ও ডলার সঙ্কটের কারণে ২০২১-২২ অর্থবছরের শেষার্ধে শেয়ারবাজারে বড় পতন হয়এখনও যা অব্যাহত রয়েছে, যাতে করে শেয়ারবাজার আয়ের প্রধান উস হিসেবে ফান্ডগুলোর ওই সময়ের মুনাফায় ধস নামে

তারপরও ফান্ডগুলো ভাল লভ্যাংশ ঘোষণা করেছে, যা থেকে বাদ যায়নি রেস ম্যানেজম্যান্টের ফান্ডগুলোওসম্পদ ব্যবস্থাপকদের বিনিয়োগকারীদের জন্য বছর শেষে প্রত্যাশামতো রিটার্ন দিতেই ফান্ডগুলো ভাল লভ্যাংশ প্রদান করেছে

রেসের ১১ ফান্ডের (অতালিকাভুক্ত একটি) ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড় ৭.৯১ শতাংশ হারে ২০৭ কোটি ৩৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছেএর মধ্যে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ৭.২৫ শতাংশ হারে ২০২ কোটি ৩৮ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ১৪.৫০ শতাংশ হারে ৪ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

এদিকে, ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছেযে কারণে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবেএ বছর ১১ শতাংশ হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর রয়েছে ৭.৪০ টাকাএই ৭.৪০ টাকার ওপর লভ্যাংশ পাওয়া যাবে ১.১০ টাকা

ফান্ডগুলোর মধ্যে রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৭.৪০ টাকায় যৌথভাবে রয়েছে ইবিএল এনআরবি ও ইবিএল ফার্স্ট ফান্ডআর সর্বনিম্ন ৫.২০ টাকায় আছে সর্বনিম্ন ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড

×