
বাজারে আসছে ২০ কোটি ডলারের অরেঞ্জ বন্ড
নারীর ক্ষমতায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাজারে আসছে ২০ কোটি ডলারের অরেঞ্জ বন্ড। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ব্যাতিক্রমী এই বন্ড বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আইআইএক্স নামক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্থানীয় ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) -এর মাধ্যমে এই বন্ড বাজারে নিয়ে আসবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।
বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অর্থ বাজারে এই অরেঞ্জ বন্ড নিয়ে আসার ঘোষণা দেন আইআইএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দুররীন শাহনাজ। তিনি জানান, অর্থনৈতিক অগ্রগতি যদি ন্যায় বিচার, সামাজিক অন্তর্ভুক্তি বা জলবায়ু কর্মের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে তা টেকসই হয় না। আর এখানেই অরেঞ্জ বন্ডের ভূমিকা। তিনি বলেন, ‘এটি শুধু একটি বন্ড নয়, এটি একটি আন্দোলন। অরেঞ্জ বন্ড ও এর শরিয়া-সম্মত অংশীদার, অরেঞ্জ সুকুক এর উদ্দেশ্য হলো আমাদের অর্থনীতির ভীতে সমতা, অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা গেঁথে দেয়া।’
দুররীন শাহনাজ বলেন, ‘বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড সিরিজ গঠনের জন্য আমরা একটি ১০০ কোটি ডলারের প্রোগ্রাম হাতে নিয়েছি, যা আগামী কয়েক বছরে বাস্তবায়িত হবে। এই সিরিজের প্রথম বন্ডটি আসছে ২০ কোটি ডলারের, যা আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ইস্যু করা হবে।’
তিনি বলেন, ‘এই বন্ড এখন বাস্তবায়নের পথে। অন্তর্বর্তী সরকার এটি সমর্থন করেছে। একাধিক কর্পোরেট প্রতিষ্ঠান এতে বিনিয়োগে এগিয়ে এসেছে। এটি ইস্যুর জন্য ইডকলও প্রস্তুত।’
তিনি আরও বলেন, এটি কেবল মূলধন সংগ্রহের বিষয় নয়, বরং পোশাক শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আর্থিক পরিষেবার মতো ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এমনকি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় নারী, তরুণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে সহায়তা করবে। অনুষ্ঠানে আইআইএক্স-এর পক্ষ থেকে বাংলাদেশে অরেঞ্জ ক্যাপিটাল মার্কেট উন্নয়নে সংস্থাটির দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী এর ইতিবাচক প্রভাব কি হতে পারে তা তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যাদায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এটি উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়। তবে পর্যাপ্ত মূলধন গঠিত না হওয়া, চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়া এবং বিদেশি সাহায্যের সহায়তা হ্রাস ভবিষ্যতে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান পিটি পারমোডালান ন্যাশনাল মাদানী (পিএনএম) কর্তৃক দেশটিতে ১৬ ট্রিলিয়ন আইডিআর (প্রায় ৯৮০ মিলিয়ন মার্কিন ডলার) ‘অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক’ চালু করেছে। এটি ইন্দোনেশিয়ায় নারী-নেতৃত্বাধীন এমএসএমইগুলোকে অর্থায়ন এবং ক্ষমতায়ন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।
প্যানেল হু