ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

আবারও কমলো সোনার দাম

প্রকাশিত: ২২:৩৫, ২৪ জুলাই ২০২৫

আবারও কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত।

আবারও কমেছে সোনার দাম। টানা দুইদিনে দুই দফা দর বৃদ্ধির পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দরপতনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক মূল্য পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। যা আজ (২৪ জুলাই) বিক্রি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায়।

অন্যান্য মান অনুযায়ী:

  • ২১ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা

  • ১৮ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা

  • সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা

তবে, সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। রুপার দাম আগের মতোই রয়েছে:

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা

  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা

নুসরাত

×