ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত: ১৯:১৯, ৩০ এপ্রিল ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ২৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। চলতি মাসের শুরু থেকে প্রবাসী আয় বেড়ে যাওয়ায় এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় রিজার্ভে দেখা দিয়েছে এই ঊর্ধ্বগতি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৭ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন ডলার এবং আইএমএফ হিসাব অনুযায়ী ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের একাধিক রিজার্ভ হিসাবের মধ্যে একটি বিশেষ হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। এতে এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস), ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বকেয়া বাদ দিয়ে ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই হিসাবে বর্তমানে দেশের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বিশ্লেষকদের মতে, রিজার্ভ বৃদ্ধির এই ধারা বজায় থাকলে আগামী দিনে দেশের আমদানি ব্যয় মোকাবেলায় স্বস্তি আসবে অর্থনীতিতে।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার