ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

চিটাগাং চেম্বারে মতবিনিময়

শিপ বিল্ডিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলীয় উদ্যোক্তারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২১:৩৮, ২৬ মে ২০২৪

শিপ বিল্ডিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলীয় উদ্যোক্তারা

.

বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজের অনেক চাহিদা রয়েছে। অস্ট্রেলিয়াও শিপ বিল্ডিং সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। নদীমাতৃক বাংলাদেশেও শিপ বিল্ডিং হয় এবং রয়েছে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলার অনুকূল অবস্থা। এই সেক্টরের বিপুল সম্ভাবনা থাকায় বেশ আগ্রহী অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা।

রবিবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের মতবিনিময় সভায় কথাগুলো বলেন ওই দেশের ওকলে শিপিংয়ের প্রতিনিধি রিচার্ড ওকলে। নগরীর আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চিটাগাং চেম্বার কার্যালয়ে মিলিত হন তারা। সময় চিটাগাং চেম্বার সহসভাপতি রাইসা মাহবুব, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক  মোহাম্মদ লুৎফুর রহমান, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক  মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানির অফুরন্ত সম্ভাবনা।

 

×