
ট্রফি। ফাইল ফটো
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আসন্ন আসরের নিলাম। এবার জানা গেল ভারতের সবচেয়ে জমকালো এই আসর শুরুর সময়। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আসন্ন আইপিএলের আসরের। এ তথ্য নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।
নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেসব উড়িয়ে দিয়েছেন ধুমাল। আইপিএলের চেয়ারম্যান জানিয়েছেন, ঘরের মাটিতেই বসবে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
তিনি জানান, আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।
এবারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে-তে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এসআর