ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের সেমিনার অনুষ্ঠিত 

অনলাইন রিপোর্টার 

প্রকাশিত: ২২:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের সেমিনার অনুষ্ঠিত 

সেমিনারে ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের সদস্যরা

ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের 'বিজনেস অপরটুনিটিস ইন পোলেন্ড' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) মিরপুরের প্রিন্স গ্রান্ড হোটেলের কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডক্টর এ.আর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলেন্ডে বাংলাদেশের কনসোলার জেনারেল ইভান জাহারেবিচ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানায়েত হাসান। 

কনসোলার জেনারেল ইভান  বলেন পোলেন্ডে বাংলাদেশের ব্যবসায়িদের ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে। স্কিল ম্যানপাওয়ার ও ভাষাগত জ্ঞান থাকলে ব্যবসা করা ও চাকুরী করা সম্ভব। তিনি বাংলাদেশী ব্যবসায়ি যারা পোলেন্ডে ব্যবসা করছেন তাদের সফলতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সানায়েত হাসান ও প্রফেসর ডক্টর এ. আর খান পোলেন্ডে ব্যবসার অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। নাজরাতুন নাইমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর শাহ আলম চৌধুরী, শাহরিয়ার খান জয়, কাজী মিজানুর রহমান সহ প্রমুখ।  

এস

×