ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

প্রকাশিত: ১৯:০৮, ২০ জানুয়ারি ২০২৩

তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

বিশ্বব্যাংকের এমডি ভ্যান ট্রটসেনবার্গ। ফাইল ছবি।

তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। শনিবার (২১ জানুয়ারি) ঢাকা আসবেন তিনি। 

শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে এটিই এক্সেল ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকার কথা রয়েছে।

বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের এমডি।

এমএম

×