ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

স্বপ্ন এখন জামালপুরের বকশিগঞ্জে

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৮:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

স্বপ্ন এখন জামালপুরের বকশিগঞ্জে

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল সওদাগর, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন ইমরান হোসেন

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন জামালপুর জেলার বকশিগঞ্জে। বৃহস্পতিবার নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল সওদাগর, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন ইমরান হোসেন, এরিয়া আউটলেট ম্যানেজার মোশাররফ হোসেনসহ অনেকে।

এটি স্বপ্নের ২৪৬ তম আউটলেট। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। জামালপুর জেলার বকশিগঞ্জে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

নতুন এই আউটলেটের ঠিকানা : সিমার পাড়, মালিবাগ মোড়, বকশিগন্জ, জামালপুর ।
 

সম্পর্কিত বিষয়:

×