ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমেছে ডিমের দাম

প্রকাশিত: ১৮:২২, ১৯ আগস্ট ২০২২

কমেছে ডিমের দাম

অবশেষে ডিমের বাজারে কিছুটা স্বস্তি। 

রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম ডজনে কমেছে ৩০ টাকা। ফলে স্বস্তি দেখা গেছে জনমনে। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর বাজারগুলোতে এমন চিত্রই দেখা যায়।

দেশে জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের মূল্যবৃদ্ধির পর কয়েক দফায় ব্যবসায়ীরা ডিমের দামও বাড়িয়ে দেয়। ফলে ব্রয়লার মুরগির প্রতি ডজন ডিম বিক্রি করা হয় ১৬০ টাকায়, যা দেশের ইতিহাসে প্রথম। 

গত বুধবার (১৭ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিম আমদানি করার বিষয় জানালে তার পরদিন থেকেই কমতে থাকে ডিমের দাম। হালিতে কমানো হয় পাঁচ থেকে ১০ টাকা।

আজ রাজধানীর বাজারগুলোতে এক ডজন ফার্মের ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আর মুদি দোকানে প্রতিটি ডিম ১১-১২ টাকা, যেখানে আগে ছিল ১৬ টাকা পর্যন্ত। এছাড়া হাঁসের ডিমের ডজন বিক্রি হয় ২১৫ থেকে ২২৫ টাকায় এবং দেশি মুরগির ডিমেন ডজন ২৩৫ থেকে ২৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

×