ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক পতনে লেনদেন

প্রকাশিত: ১৩:২১, ১০ আগস্ট ২০২২

পুঁজিবাজারে সূচক পতনে লেনদেন

পুঁজিবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। 

বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ২৯৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ পয়েন্টে। এছাড়া ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ

×