
মোঃ সফিউল আজম
মোঃ সফিউল আজম তৃতীয়বারের মতো মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন। তিনি ২০১৬ সালে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১৪ সালে মধুমতি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর আজম ১৯৯১ সালে এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩১ বছরের ব্যাংকিং পেশায় জনাব আজম শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি