ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ মে ২০১৯

বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াল রবি

একীভূতকরণ ও তীব্র প্রতিযোগিতার কারণে টানা লোকসানের পর ২০১৯ সালের প্রথম প্রান্তিকে ১১ দশমিক ৫ কোটি টাকা মুনাফা করেছে রবি। এ সময়ে দেশজুড়ে বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলে শীর্ষ উদ্ভাবনী ডিজিটাল ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান মজবুত করেছে রবি। তবে ২০১৯ সালের জানুয়ারিতে আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আইএফআরএস (ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস) সিক্সটিন বান্তবায়ন করায় অর্জিত স্বল্প মুনাফা ২৪ দশমিক ৬ কোটি টাকা লোকসানে পরিণত হয়েছে। সেবা খাত থেকে অর্জিত রাজস্ব এবং কোম্পানির নেয়া ব্যয় ব্যবস্থাপনার ফলে এ বছরের প্রথম প্রান্তিকে স্বল্প মুনাফা মার্জিন ও ইবিআইটিডিএ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে (আইএফআরএস সিক্সটিনের ইমপ্লিকেশনগুলো বিবেচনায় না নিয়ে)। রবি যে ডিজিটাল কোম্পানি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ডেটা ও ভ্যালু এ্যাডেড সার্ভিস থেকে রাজস্ব বৃদ্ধি তারই প্রতিফলন।-বিজ্ঞপ্তি
×